তালা প্রতিনিধি : তালায় মিথ্যা মামলার শিকার সুভাষ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তালা প্রেসক্লাবের সামানে খলিলনগর ইউনিয়বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইষ্টম দাস ও তার সহযোগি আকাশ দাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
তারক দাশের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক রঘুনাথ খাঁ, শিক্ষক মোঃ নাসির, রণজিৎ ঘোষ, সঞ্জিব দেবনাথ, সুভাষ দাশের মেয়ে রমা দাশ ও রেখা দাশ, কনক দাশ,গণেশ দাশ,জ্যোতিশ দাশ, দীপক দাশ প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে শিক্ষক সুভাষ দাসের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া শিক্ষক ইষ্টম দাস ও তার সহযোগি আকাশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ তালার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ দাস বিরুদ্ধে এক ছাত্রীর বাবা আকাশ দাস শ্লীলতাহানির অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত