
তালা প্রতিনিধি : তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মে) সকালে মুক্তিযোদ্ধ সংসদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোহবান,বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোড়ল, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা ইনছাব আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তালা উপজেলার সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু, জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জি,এম শফিউর রহমান ডানলাপ প্রমুখ।