
তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাজ্জাদ সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত নছিমউদ্দীন সরদারের পুত্র।শনিবার সকালে তেঁতুলিয়া বাজারে কবি সিকান্দার আবু জাফর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাজ্জাদ সরদার তেঁতুলিয়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় তালা দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত