তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে সরকারি রাস্তার উপর পানের বরজ করার অভিযোগ উঠেছে সুভাষ দে নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একই গ্রামের মৃত কালিপদ আইচের পুত্র কমল আইচ বাদী হয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, মাগুরা ইউনিয়নের বারুইপাড়া মৌজার ০১ খতিয়ানে ১৩২নং দাগে উক্ত সরকারি রাস্তা। পূর্ব পুরুষদের আমলে রাস্তাটি খেয়াঘাট রাস্তা নামে পরিচিত। কিন্তু অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত নিতাইপদ দে’র পুত্র সুভাষ দে জোরপূর্বক উক্ত সরকারি রাস্তার উপর পানের বরজ করে জবর দখল করেছেন।
এ ঘটনায় উক্ত রাস্তা দিয়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ঘটনায় বাদী কমল আইচ বাধা দিলে সুভাস দে কমল আইচের উপর ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয় এবং মারধর করার জন্য উদ্যত হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এ বিষয়ে ইউপি সদস্য শিবপদ দাশ জানান, এটা পূর্ব আমলের রাস্তা যা ম্যাপে সরকারী রাস্তা হিসাবে চিহ্নিত আছে। তখন আমার বাপ দাদাদের জন্ম হয়নি। ঘটনা নিয় গত বছর একবার মাপ জরিপ করা হয়েছে কিন্তু শেষ নামেনি। এ বছর আবারও এই সমস্যা দেখা দিয়েছে।
তবে বিবাদী সুভাষ দে উক্ত জায়গাটি সরকারী রাস্তা ম্যাপে আছে বলে স্বীকার করেন। এ সময় তিনি কাজ বন্ধ রেখেছেন বলে জানান।
তালায় সরকারি রাস্তার উপর পানের বরজ!
Leave a comment