
তালা প্রতিনিধি : তালায় ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতায় সরঞ্জামসহ ৩টি ডাহুক উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুলাই) তালা উপজেলার খড়েরডাংগা গ্রামের ডাহুক শিকারী আকব্বর শেখের ছেলে মিজানুর রহমান শেখের নিকট থেকে শিকারে ব্যবহৃত ৩ টি ডাহুক, ৩ টি ফাঁদ ও ৩ টি খাঁচা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডাহুক উপজেলা বন অফিস বিল সংলগ্ন চত্বরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। উদ্ধার ও অবমুক্ত কার্যক্রম পরিচালনা করেন তালা উপজেলা বন অফিসের সহকারী ফরেস্টার শফিকুর রহমান খান, ওয়াইল্ডলাইফ মিশনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক ইউনুস আলী ও সদস্য নরিম খান। এ সময় এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তালা উপজেলা ফরেস্ট অফিসার ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।