
তালা প্রতিনিধি : অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় তালার দোহার গ্রামে গোলাম রাব্বানী নামের স্থানীয় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গোলাম রাব্বানী দোহার গ্রামের মো. আতিয়ার সরদারের ছেলে এবং সাতক্ষীরার একটি পত্রিকার জালালপুর ইউনিয়ন প্রতিনিধি হিসেবে দায়িত্বরত রয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে হামলার এই ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক গোলাম রাব্বানীকে এদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার শিকার গোলাম রাব্বানী জানান, একই গ্রামের মোক্তার সরদারের ছেলে আব্দুর রহমান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত রয়েছে। জুয়া খেলে সে নিঃস্ব হয়েছে এবং তাঁর পরিবারকে সর্বশান্ত করছে। এঘটনায় আব্দুর রহমানকে জুয়া খেলতে নিষেধ করাসহ বিষয়টি তার পিতাকে অবহিত করা হলে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান।
গোলাম রাব্বানী বলেন, মঙ্গলবার বিকালে দোহার-গলাভাঙ্গা বাজারে নিজস্ব মাছের ঘরে বসে থাকাকালে আব্দুর রহমান হাতুড়ি নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলায় মাথার হাড় ভাঙ্গাসহ গুরুতর কাটাজখম হয়। এসময় আব্দুর রহমান হাতুড়ি ফেলে পালিয়ে যায় এবং বাজারের লোকজন গুরুতর আহতাবস্থায় গোলাম রাব্বানীরেক উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। হামলার ঘটনায় তালা থানায় মামলা করা হবে বলে আহত সাংবাদিকের পিতা আতিয়ার রহমান জানান।
এবিষয়ে তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনাত তালা হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এবিষয়ে অভিযোগ পাওয়া মাত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জুয়া সম্রাট ও সন্ত্রাসী আব্দুর রহমানকে গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছে তালা রিপোর্টার্স ক্লাব। বিবৃতি প্রদানকারীরা হলেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার, সিনিয়র সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজিৎ দাস বাপী, বি. এম. জুলফিকার রায়হান, জয়দেব চক্রবর্তী, পি.এম. গোলাম মোস্তফা, মিজানুর রহমান, প্রভাষক এস.আর. আওয়াল, বাবলুর রহমান, মো. বায়েজীদ হোসেন, মো. হাফিজুর রহমান, ফারুক সাগর, শাহিনুর রহমান, আরিফ বিল্লাহ, বাহারুল ইসলাম, শেখ সিদ্দিক, রিপন হোসেন, শেখ বাবলুর রহমান ও রেশমা খাতুন প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত