
তালা প্রতিনিধি : জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তালায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রোববার (১৪ জুলাই) বিকালে দিনটি পালনে তালা ডাকবাংলা চত্ত্বরে কর্মসূচীর আয়োজন করা হয়। তালা সদর ইউনিয়ন চাতীয় পার্টির সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা জিল্লুর রহমান, জাহাঙ্গীর হাসান, জলিল আহমেদ, হাবিবুর রহমান, ছাত্র সমাজ নেতা ইউনুচ আলী ও হাসান আলী বাচ্চু প্রমুখ। সভা শেষে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মাদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনাসহ দল, দেশ এবং জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. তাওহিদুর রহমান।