
তালা প্রতিনিধি : তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান এক সার ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার বিকালে ধানদিয়া ইউনিয়ন সারের ডিলার মো. রফিকুল ইসলামকে উক্ত জরিমানা করা হয়। ধানদিয়া ইউনিয়নের বরাদ্দ সার মাগুরা ইউনিয়নে ব্যবসায়ী মতিয়ার রহমানের কাছে বিক্রি করার অপরাধে তাকে উক্ত জরিমানা করা হয়। একই সাথে তাকে প্রাথমিকভাবে ক্ষমাপ্রার্থণা করতে হয়েছে বলে জানা গেছে।

