তালা প্রতিনিধি : মঙ্গলবার (৬ মে) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন প্রশিক্ষণ কক্ষে সিএসও হাব-সাতক্ষীরা জেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে ও সুশীল প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের ম্যানেজার মৌসুমী বিশ^াস। ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, হাব’র সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপদেষ্টা মাধব দত্ত, শ্যামল কুমার বিশ^াস, গোবিন্দ ঘোষ,সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সুমা সরকার, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, তাপস সরকার, আমরা বন্ধুর প্রান্ত প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত