
তালা প্রতিনিধি : তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ধরে আধাপাকা ঘর ও সীমানা প্রাচীর ভাংচুর করাসহ বেধড়ক মারপিট করে ৪জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা তালা হাসপাতালে ভর্তি হয়েছে। তালা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহতরা হলেন তালার হরিশ্চন্দ্রকাটি গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ মোড়ল(২০), মৃত তফেজ উদ্দীন স্ত্রী শুকজান বিবি(৬৫), মৃত তফেজ উদ্দীনের ছেলে সোহারাব মোড়ল ও তার স্ত্রী।
জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) বিকালে দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলার সময় অভিযুক্তরা ভুক্তভোগীর পৈত্রিক জমির উপর নির্মাণ করা আধা পাকা ঘরসহ সীমানা প্রাচীর ভাংচুর করে গুড়িয়ে দেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত তমেজ মোড়লের ছেলে, সাজ্জাদ মোড়ল, আমজেদ মোড়ল, সাজ্জাদ মোড়লের ছেলে আরিফুল, শরিফুল, নাসির শেখের ছেলে মেজবাহ শেখ, মৃত তমেজ শেখের ছেলে ফলিল শেখ।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধে ভাংচুর ও মারপিটের ঘটনায় উভয় পক্ষ থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত অন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।