তালা প্রতিনিধি : তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টার প্রশিক্ষণ কক্ষে সুরক্ষা এবং রেফারেল বিষয়ে এক ওরিয়েন্টেশন বুধবার অনুষ্ঠিত হয়। উত্তরণ,ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়ার্স কানাডা’র অর্থায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, তালা থানার ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ম্যানেজার ফ্রান্সিস মন্ডল। এ সময় উত্তরণের প্রকল্প কোঅর্ডিনেটর দিলীপ সেন, প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহারসহ উপজেলা প্রশাসন,আইন প্রণয়নকারী সংস্থা ইয়ুথ গ্রুপ, ইমাম, কমিউনিটি লিডারসহ ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।