তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে পুকুর থেকে টুম্পা রানী বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। টুম্পা মাগুরা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং মাগুরাডাঙ্গা গ্রামের অমল বিশ্বাস (মনু) এর কন্যা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রবিবার (২ মার্চ) দুপুরে তার বাড়ির পাশে নারায়ন বিশ্বাসের পুকুরে গোসল করতে যায় টুম্পা। এ সময় পুকুরে নামার সময পা পিছলে পড়ে গিয়ে সে আঘাত পেয়ে পুকুরের নিচে তলিয়ে যায়। সেখানেই সে মারা যায়। পরক্ষণেই স্থানীয় লোকজন গোসল করতে এসে তার জুতা পড়ে থাকতে দেখে চিৎকার করে। স্থানীয় লোকজন পুকুর থেকে টুম্পার মরদেহ উদ্ধার করে। মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত