তালা প্রতিনিধি : বুধবার (৫ জুন) সকালে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ ইনোভেশন এর আওতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতা, শপথ পাঠ এবং আত্মহত্যা রোধ কর্মসুচি অনুষ্ঠিত হয়। ‘আগে শিক্ষা পরে বিয়ে; আঠারো-একুশ পার করে’ এই প্রতিপাদ্য সামনে রেখে তালা মহিলা বিষয়ক অফিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সিগ্ধা খাঁ বাবলী,সমাজসেবা অফিসার সুমনা শারমিন, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস,সহকারী প্রধান শিক্ষক কামনা কর্মকার, সিনিয়র শিক্ষক মুমতাহিনা মুক্তি,অভিভাবক সদস্য বৃষ্টি রানী বিশ্বাস ও শিক্ষার্থী সুবর্না ফিরোজ ঐশি। শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শপথ পাঠ করান তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী তপস্যা সাধুকে একটি বাই সাইকেল প্রদানের ঘোষণা দেন।