
তালা প্রতিনিধি : তালায় কপোতাক্ষের বাঁধে স্ট্রীপ বনায়ন কর্মসূচীর আওতায় ১০ হাজার বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে তালা উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের বাস্তবায়নে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী খেয়াঘাট হতে আছির উদ্দীন মেম্বারের বাড়ির রাস্তার দু’ধার পর্যন্ত ১০.০ সিকিমি বনায়ন কর্মসূচীর উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা রেঞ্জ সামাজিক বন বিভাগ কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা ইউনুস হোসেন, পিএম ইউনুস হোসেন প্রমুখ।