তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা মধ্যপাড়ায় গৃহবধূ মিনতে দে কে হত্যার ঘটনায় স্বামী জগন্নাথ দে(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে পুলিশ তাকে আটক করে। গত শুক্রবার ( ২০ ডিসেম্বর) খলিষখালী পোদ্দার পাড়ার বিশ্বজিৎ দে এর কন্যা কুমিরা গ্রামের জগন্নাথ দে’র স্ত্রী মিনতি সাথে পরিবারের লোকজনের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মিনতি দে কে হত্যা করে আড়াই ঝুঁলিয়ে রাখে। পরে পরিবারের লোকজন মিনতি আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার দিতে থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী, নিহতের ভাই ও কাকা জানান, মিনতি দে আত্মহত্যা করেনি তাকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মিনতির ৬ মাসের একটি ফুটফুটে মেয়ে সন্তান রয়েছে। এছাড়া সে ৩ মাসের অন্তঃসত্বা ছিলো বলেও দাবী করে। মিনতি হত্যার ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩। তাং-২১/১২/২৪ ইং।
পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাঈনুদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
Leave a comment