তালা প্রতিনিধি : তালা উপজেলার জাতপুর বাজারে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও দোলনা প্রতীকের প্রার্থী সরদার মুজিবের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে উক্ত গণ-সংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, সাবেক ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আসম আব্দুর রব প্রমুখ।
এ সময় সরদার মুজিব বলেন, কোন হুমকি ধামকি দিয়ে ভোটারদের ভোট দান থেকে বিরত রাখা যাবেনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ সময় আগামী ৭ জানুযারি অনুষ্ঠিত নির্বাচনে সকলে দোলনা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তালায় স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিবের পথসভা
Leave a comment