তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানিকহার টু ধানদিয়া (ওমরপুর) দেড় কিলোমিটার জরাজীর্ন ভঙ্গুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল আমিন।
জানা যায়, উপজেলার মানিকহার টু ওমরপুর রোডটি গত ১৬ বছর যাবত চলাচলের অনুপযোগী ছিলো। তবে দীর্ঘদিনে এই রাস্তাটি সংস্কার না হওয়াতে স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম এবং নিজেদের অর্থায়নে এই সড়কটি সংস্কারের কাজ করছেন।
স্থানীয় এলাকাবাসী মোঃ আরিফুর রহমান বিল্লাল বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। এর মধ্যে কিছু অর্থ এলাকাবাসী যোগাড় করেছে। বাকি অর্থের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন সরদার বলেন, এলাকাবাসী নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজ করছে। এতে মানুষের ভোগান্তি দূর হবে। এতদিন এই সড়ক ঠিক না থাকায় কলারোয়া ঘুরে ঝাউডাঙায় যেতে হতো।
ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসী সড়ক সংস্কারের কাজ করছেন। অর্থের জন্য আমরা চেষ্টা করছি। আশা করি জেলা প্রশাসন এই সহযোগিতা দেবে। সড়কটি তৈরী হলে মানুষের চলাচলে অনেক সুবিধা হবে।
তালায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণের কাজ শুরু
Leave a comment