প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ৩:৫৫ পি.এম
তালায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে পরকীয়ার সর্ম্পকের কথা জেনে যাওয়ায় আতিয়ার রহমানের নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টায় মধ্য আটারই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হায়দার আলী মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নুর ইসলাম, সাগর হোসেন, লিটন হোসেন, শাহিন হোসেন, ভুক্তভোগীর ছেলে তবিবুর রহমান ও স্ত্রী তাসলিমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আতিয়ারের সাথে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ও পরকীয়ার বিষয় জেনে যাওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে উক্ত মিথ্যা মামলা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া