
তালা প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগান সামনে রেখে তালায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কেজিপ্রতি ১৫ টাকা দরে কার্ড প্রতি ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) উপজেলা পরিষদের সামনে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এ সময় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেনসহ ইউপিসদস্যবৃন্দ ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।