তালা প্রতিনিধি : শনিবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ৪০ স্পন্সর শিশুদের পরিবারের মাঝে ৮টি করে মুরগি বিতরণ করা হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে ও ইন্টারঅ্যাক্টের অর্থায়নে, এফডিসিএস’র আয়বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের মোঃ শহীদুল ইসলাম, শিক্ষক ওজিয়ার রহমান গাজী, সংশ্লিষ্ট প্রকল্পের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ^াস, পাষ্টার রঘুনাথ সরকার, এ্যানটেনি শিকদার, সোমা সরকার প্রমুখ।