
তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে ৪ ছেলের ঝগড়া ও টানা-হেচড়ায় পড়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭০ বছরের বৃদ্ধ মায়ের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামে। অভাগা মা সালেহা বেগম(৭০) আড়ংপাড়া গ্রামের মৃত আবু তালেব খার স্ত্রী।
জানাযায়, উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত আবু তালেব খাঁ’র ৪ ছেলের মধ্যে পৈত্রিক সম্পদ ও টাকা-পয়সা নিয়ে চরম বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে তদন্তে আসেন সাতক্ষীরা পিবিআই পুলিশের দুই কর্মকর্তা।
স্থানীয় প্রতিবেশীরা জানান, পুলিশ কর্মকর্তারা চলে যাওয়ার পর পরই ৪ ভাই ইসমাইল খাঁ (৫০),আবুল হোসেন খাঁ (৪০), ইয়াছিন খাঁ (৩৮) ও হাকিম খাঁ (৩৬) সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অভাগা মা সালেহা বেগম ছেলেদের বিবাদ মেটাতে সাতক্ষীরা এসপি সার্কেলের দারস্ত হন। কিন্তু সেখানেও ৪ ছেলে উপস্থিত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধ মাতা পিত্রালয়ে যাওয়ার পথে ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে পৌঁছালে ৪ ছেলের টানা-হেচড়ায় পড়ে হৃদক্রিয়া বন্ধ মারা যান।
আড়ংপাড়া গ্রামের মৃত আবু তালেব খার বড় ছেলে ইসমাইল খা জানান, মাকে তাড়িয়ে ১৮ মাইল বাজারে টানা হেচড়া করে ছোট ভাই ইয়াছিন খাঁ ও হাকিম খাঁ। এ সময় স্ট্রোকে মা মারা গেলে সাধারণ জনগণের রোষাণলে তারা গণপিটুনির শিকার হয়।
অপর পুত্র ইয়াছিন খাঁ জানান, মাকে নিয়ে গরমের মধ্যে বড় ভাই এসপি অফিসসহ নানা জায়গায় নেওয়ার কারণে মা স্ট্রোকে মারা গেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ভাইদের মধ্যে টাকা-পয়সা ও জমি-জায়গা নিয়ে বিরোধ চলছিল বিষয়টি ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল তালা থানার বাইরে। তবুও অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।