তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় একইদিনে তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উক্ত নিষেধাজ্ঞা জারী করেন এবং কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা দেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একাধিক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। এসব খবর জানতে পেরে সেখানে হাজির হন জেন্ডার প্রমোটার ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকসহ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ। এ সময় তাদের বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। মঙ্গলবার সকালে তারা হাজির হন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। এ সময় তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের অভিভাবকরা মুচলেকা দেন।
উল্লেখ্য, উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর, তালা সদর ইউনিয়নের জাতপুর ও কিসমতঘোনা এবং তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের ৪ন জন কিশোর-কিশোরীর বাল্যবিবাহে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত