তালা প্রতিনিধি : “কাবিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ৬ষ্ঠ স্কাউটস কাব ক্যাম্পুরী, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাব মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালার জাতপুর সমকাল বিদ্যাপীঠ মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস্ এর ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামছুন নাহার, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার যতি শংকর রায়, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, জাতপুর ক্যাম্পের এসআই অশোক কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, স্কাউটস্ এর কমিশনার এনামুল হক, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্কাউটস নেতা স্বপন কুমার মিত্র, অলিউল ইসলাম, শেখ জাহাঙ্গীর আলম, আনন্দ কুমার দাস, বাসুদেব কুমার, হোসনেয়ারা খাতুন, বন্দনা চন্দ, মোঃ আব্দুল ওহাব শেখ, মোঃ রবিউল ইসলাম, সেলিম আকুঞ্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত