
তালা প্রতিনিধি : তালায় ‘দক্ষযুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য স্লোগনকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতের ৭দিনব্যাপি অপ্রাতিষ্ঠানিক গবাদী পশুর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) তালা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উপজেলার তেঁতুলিয়ার পাঁচরোখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭দিনব্যাপী গবাদি পশুপালন প্রশিক্ষণের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালঅ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অচ্যুৎ কুমার মন্ডল, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা বেগম, স্কুলের সভাপতি হাসেম আলী ও উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ মাছাদুজ্জামান (মাছাদুল)। ৭দিনব্যাপি গবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণে ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।