তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৮) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধের বিরুদ্ধে। পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, বুধবার (১২ মার্চ) বেলা ২টার দিকে অবস্রপ্রাপ্ত শিক্ষক ইয়াছিন আলী মিঠাবাড়ি গ্রামের ঐ শিশুর বাড়িতে প্রবেশ করে তাকে একা পেয়ে দশ টাকা দিয়ে খাবারের প্রলোভনে দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচী এগিয়ে আসলে ইয়াছিন আলী পালিয়ে যায়। এ ধরনের নিক্কারজনক কার্যক্রম প্রতিরোধে জোরালো দাবি জানান এলাকাবাসী। এদিকে ইয়াছিন আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাঈনুদ্দীন জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কার্যক্রমের পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।