তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। এদিকে বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাস্তার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা তরুণ মন্ডল বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা সত্ত্বেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫/৬ মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারে না। কয়েক যুগ কেটে যাচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। চেয়ারম্যান-মেম্বাররা আসে যায়। কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ^াস দেওয়া হয়, পরে তারা তা ভুলে যায়।
এ বিষয়ে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়ে তার জানা নেই।
তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, রাস্তাটি কার্পেটিংয়ের জন্য বাকি রয়েছে ২৪৫০ মিটার। এর মধ্যে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কউজওউচ) আওতায় ১২০০ মিটার সম্প্রতি অনুমোদন পাওয়া গেছে। এই ১২০০ মিটার প্রাক্কলন করে দ্রুত পাঠানো হবে।
তিনি আরও জানান যে, বাকি ১২৫০ মিটার এর কাজ বাস্তবায়নের জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয় এলজিইডি’র প্রধান প্রকৌশলী বরাবর বরাদ্দের জন্য ডিও লেটার দিয়েছেন। বরাদ্দ পেলে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পুর্নভাবেই কার্পেটিং করা সম্ভব হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত