
তালা প্রতিনিধি : তালা উপজেলার কাশিপুর বহুমুখী বিদ্যালয়ে সপ্তম শ্রেণির অন্তত ১১জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭জনকে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তবে কেন এমন ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত মূল্যায়ন চলাকালীন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের খিচুনি সৃষ্টি হয়। পরে স্কুলের ভিতরে প্রিয়াঙ্কা, হৃদয়, দীপিকাসহ অন্তত সাতজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে অভিভাবকরা তাদেরকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে। এখন পর্যন্ত মোট ১১জন শিক্ষার্থী অসুস্থ বলে জানান শিক্ষকক ও অভিভাবকরা।
দিপক ঘোষ, মধুসহ একাধিক অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা মারাত্মক অসুস্থ হলেও তাদের খোঁজ খবর নেননি স্কুলের শিক্ষকরা।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুনীল রায় জানান, কিছু বুঝতে পারছি না কেনো এমন হলো। গত বুধবারেও তিন শিক্ষার্থীর একই অবস্থা হয়েছিল। স্কুলের দরজা জানালা সবই খোলা, ভিতরে পর্যাপ্ত বাতাস যাতায়াত করে তারপরেও কেনো এমনটা হলো বুঝে উঠতে পারছি না। আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।