তালা প্রতিনিধি : সোমবার (৪ ডিসেম্বর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়নপরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। সভায় উপস্থিত ছিলেন খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস কোহিনুর ইসলাম, ইউপি সচিব রেজাউল ইসলাম, ইউপি সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাসান, কমিটির সদস্য মিজানুর রহমান, খান সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।