তালা প্রতিনিধি : অবশেষে প্রতীক্ষার অবসান শেষে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী টু পাটকেলঘাটা সড়কের প্রায় ৪ কিলোমিটার পিচের কাজ রবিবার থেকে শুরু হয়েছে। যার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ২০২০ সালের করোনার সময় উক্ত সড়কটি তালা উপজেলার এলজিইডি কর্তৃপক্ষ ১কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করে। সে সময় উক্ত সড়কটি তালা উপজেলার ‘মেসার্স রাকা এন্টারপ্রাইজ’ টেন্ডারটি পায়। ২০২০ সালে সড়কটির কাজ শুরু করে। কিন্তু কিছু অংশ কাজ করে সড়কটির সংস্কার কাজ বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ ৪বছর সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে। এতে চরম ভোগান্তির শিকার হয় জনগণ। খলিষখালী থেকে পাটকেলঘাটা যেতে-আসতে পথচারীদের গায়ের রং ধুলোয় লাল হয়ে যায়। অবশেষে সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষ উক্ত সড়কটি পূর্বের টেন্ডার বাতিল করে নতুন করে তালা উপজেলা এলজিইডি ২কোটি টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করে। সে অনুযায়ী যশোরের চুয়াডাঙ্গার ‘জাকিউল্লাহ এন্ড ব্রাদার্স’ উক্ত টেন্ডারটি পায়। ডিসেম্বর ২০২৪ প্রথমে সড়কটির কাজ শুরু হয়। অবশেষে সব প্রতিকূলতা পেরিয়ে পিচের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে তালা উপজেলার এলজিইডি প্রকৌশুলি রথীন্দ্রনাথ হালদার বলেন, এই কাজটা খুব চ্যালেঞ্জ করে পাওয়া। তবে পিচের কাজে কোন অনিয়ম বা দুর্নীতি হবে না। আমিসহ আমার সহকারী ৪-৫জন সব সময় তদারকি করছি। কারণ পূর্বের ঠিকাদার যা করেছে এবার তা হবে না।
তালার খলিষখালী-পাটকেলঘাটা সড়কে পিচের কাজ শুরু
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2025/01/06-01-2025-3-330x220.jpg?v=1736152131)
Leave a comment