তালা প্রতিনিধি : তালা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খেশরা ইউনিয়নের শালিখা ডিগ্রি কলেজ মাঠে দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় ইউনিয়নের ২৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছরুরা খাতুনের সভাপতিত্বে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিকা কলেজের প্রভাষক এস আর আওয়াল, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধিজনসহ আরও অনেকে। খেলা পরিচালনা করেন দক্ষিণ শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল রায়।