
তালা প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে ধার্য্যকৃত চাঁদা না দেওয়ায় ৫জনকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা সবাই তালা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মাসুম গাজী, রফিকুল ইসলাম, ইসমাঈল হোসেন জানান, শাহপুর গ্রামের আবদুল্লাহ শেখ, হাকিম শেখ, মনিরুল গাজী, লিমন খা, টিপু খাগংরা আমাদের কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমরা তাদের ধার্যকৃত চাঁদা না দেওয়ায় তারা ৬/৭ মিলে বেধড়ক পিটিয়ে জখম করেছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।