
তালা প্রতিনিধি : তালার খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন। তালা থানা পুলিশ রোববার (৮ ডিসেম্বর) বিকালে তাকে গ্রেফতার করেন। তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রে জানাগেছে, উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু রোববার বিকালে নিজ ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় তালা থানার একদল পুলিশ সেখান থেকে চেয়ারম্যান লাল্টুকে থানায় নিয়ে আসেন।
কামরুল ইসলাম লাল্টু এবং তাঁর পরিবার আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিএনপি-জামায়াত ও আওয়ামীলীগের একাংশের ভোটারদের সমর্থন নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি এবং তাঁর পরিবার জড়িত থাকায় তিনি আটক হতে পারেন বলে পরিবারের সদস্যরা মনে করছেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, আমি দীর্ঘ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছিনা। ইতোপূর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও বহু আগে সেখান থেকে পদত্যাগ করি এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পর্ক সম্পূর্ন বিচ্ছিন্ন করেছি। তবে কি কারণে আটক হয়েছি তা এখনও জানিনা।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।