তালা প্রতিনিধি : তালার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বৃহস্পিতবার ( ২২ মে) বেলা ১১ টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তিমুলক সেবা বিষয়ে এক লবি মিটিং অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত PRVW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। অনুষ্ঠানে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে ইউপি সদস্য, সচিব, উদ্যোক্তা, FWV, HA, Health Inspector এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পল্লী চিকিৎসক (প্রাণী) এবং নারী দলের স্বাস্থ্য সেবিকা ও আইন সেবিকা উপস্থিত ছিলেন। প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠানে ইউপির সেক্টর অনুযায়ী সেবার ধরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি এবং প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি স্ব-স্ব সেক্টরের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত