তালা প্রতিনিধি : ‘মাদক ও জুয়াকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে তালা উপজেলার জালালপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেলার উদ্বোধন করা হয়েছে। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জালালপুর বিএনপির সভাপতি সরদার সোহরাব ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মাগুরা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি মোঃ আনারুল ইসলাম। খেলায় শার মুন্সী মেহেরুল্লাহ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় সাতক্ষীরার শ্যামনগর নওবেকী শামীমা ক্লিনিক ফুটবল যুব সংঘ। শত শত দর্শক খেলাটি উপভোগ করে।