
তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ঢাকায় যাওয়ার পথে নগরকান্দা থানার জয়বাংলা মোড় সংলগ্ন এলাকায় এলুমিনিয়াম ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে। এ সময় ডাকাতদল পিস্তল ঠেকিয়ে এলুমিনিয়াম কোম্পানির মালিক, ট্রাক ড্রাইভার, হেলপারসহ ৩জনকে জিম্মি করে বেধড়ক মারপিট করে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে পাটকেলঘাটা কলেজ মোড় থেকে পুরাতন এলুমিনিয়াম লোড করে অশোক লিলেন ১৬১৩ মডেলের ট্রাক নং যশোর ট ১১৩৯৬৫ ফরিদপুর জেলার নগরকান্দা থানার জয়বাংলা মোড় সংলগ্ন রেলগেট পৌঁছালে রাত দেড়টার দিকে কালো রংয়ের একটি মাইক্রোবাস পেছন থেকে এসে ৮ থেকে ১০জনের একটি ডাকাত দল ডিবি পরিচয় দিয়ে ট্রাকটি গতিরোধ করে। ডাকাত দলটি ট্রাকে থাকা পাটকেলঘাটার এনএস অ্যালুমিনিয়াম কোম্পানির সত্ত্বাধিকারী নয়ন সাধু, ট্রাক চালক তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে মনিরুজ্জামান মনিরের কোমরে পিস্তল ধরে। এসময় তার হেলপার চৌগাছা গ্রামের আছমত শেখের পুত্র সাইমসহ ৩জনকে ট্রাক থেকে নামিয়ে চোখ বেঁধে মাইক্রো ভিতরে উঠিয়ে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার খাঁনখানা পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটায় ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়। এর আগে ডাকাত দল নয়ন সাধুর গলায় থাকা আড়ায় ভরি ওজনের সোনার চেইন, দেড় লাখ টাকা মূল্যের আই ফোন ও নগদ টাকাসহ আনুমানিক ২০লাখ টাকা নিয়ে যায়।
এদিকে ট্রাক মালিক বাবলু সাধু জানান, ছিনতাই হওয়া গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১৬লাখ টাকা। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি খুজতে মাঠে নেমেছে।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফর আলী বলেন, আমি বাইরে আছি। বিষয়টি এখনো আমি কিছুই জানিনা। থানায় এসে জেনে বিস্তারিত বলতে পারব। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করার চেষ্টা করা হবে।

