তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা-কুমিরা মাইকেল সড়কের কদমতলা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আতিয়ার রহমানের বসতঘরে ধাক্কা দেয়। এ ঘটনায় বিল্ডিং এর কিছু অংশ ভেঙ্গে গেছে। সোমবার দুপুরে উক্ত ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। তবে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে।
সাইদুর হমান নামের একজন প্রতক্ষদর্শী জানান, সোমবার দুপুরের দিকে কেশবপুর থেকে একটি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো-ট- ২২-৪০৯৩) পাটকেলঘাটায় অভিমুখে আসছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিডিআর আতিয়ার রহমানের বিল্ডিং এর মুল গেটে ধাক্কা দিলে তা ভেঙ্গে চুরমার হয়ে যায়। ট্রাকটিও দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত