
তালা প্রতিনিধি : তালায় ফ্রিজিয়ান ষাঁড় রাজা বাবু সকলের নজড় কেড়েছে। উপজেলার খলিলনগর ইউনের হাজরাকাটী গ্রামের মোঃ হিজবুল সরদারের এই ষাঁড়টি দেখতে মানুষের ভীড় জমেছে। প্রায় ১৬ মন ওজনের রাজা বাবুর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।
ষাঁড়টির মালিক মোঃ হিজবুল সরদার জানান, দীর্ঘ ২ বছর ধরে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি তিনি সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে ষাড়টি’র নাম রাখা হয় রাজা বাবু। প্রায় ২ বছর আগে ৮০ হাজার টাকা দিয়ে ষাঁড়টি ক্রয় করা হয়। আদরের পশু রাজা বাবুকে লালন-পালন করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। বেশ কিছু টাকা ঋণ হয়ে পড়েছেন বলে জানান তিনি। প্রায় ১৬ মন ওজনের রাজা বাবুর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। তবে ক্রেতারা সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছেন। বাজারমূল্য সঠিক না পাওয়ায় ষাঁড়টি এখনও বিক্রি করতে পারেননি তিনি।
গরু কিনতে আশা রিয়াজ আহমেদ জানান, গরুটির ওজন আনুমানিক ১৫ মন হতে পারে। তবে দাম বাজার মূল্যের চেয়ে বেশি চাওয়ায় তিনি কিনতে পারেননি।
তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস জানান, হিজবুল সরদারের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়ের কথা তিনি শুনেছেন। তবে এর ওজন কত হবে সেটা এই মূহুর্তে বলতে পারবেন না।

