তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ভাঙ্গনকুল সমবায় সমিতির উদ্যোগে পরিবেশ ও জলবায়ুর উপর ২ দিনব্যপি প্রশিক্ষণ মঙ্গলবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন আবু তালহা নাবিল, মোঃ রওশন মিয়া, প্রাক্তন শিক্ষক আব্দুল হক, ওবায়দুর রহমান মিঠু, কাইয়ুম মোড়ল, এস কে হেলাল প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ২৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।