তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার নোয়াপাড়া এলাকা ও এর আশেপাশের খালসহ গোপালপুর খালে মঙ্গলবার (১৯ আগষ্ট) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় ২০টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম। অভিযান চলাকালে ১০টি চায়না দুয়ারি জাল, একটি বেহুন্দি জাল, বিভিন্ন প্রকার মাছ ধরার অবৈধ সরঞ্জাম ও নেটপাটা উদ্ধার করা হয়। এ সব জাল ও সরঞ্জাম স্থানীয় জনগণের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যগণসহ এলাকাবাসী।
তালা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম জানান, এ অভিযান স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালগুলো যেন অবাধে প্রবাহিত হয় এবং দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত হয় সে জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, অবৈধ দখল ও জালের কারণে হুমকিতে রয়েছে দেশীয় মাছ। দীর্ঘদিন ধরে এসব খাল ও জলাশয়ে অবৈধ স্থাপনা তৈরি করে জলপ্রবাহের স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। একইসঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল। এতে প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।
এদিকে পরিবেশ সচেতন মানুষ মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে খালগুলো আবারো প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত