তালা প্রতিনিধি : রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, আলাউদ্দিন জোয়ার্দ্দার ও মোঃ ময়নুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, এলজিইডি কর্মকর্তা বিজন কুমার মন্ডল, ইউএনও অফিসের মো মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, ছাত্রী প্রতিনিধি ফাইমা হোসেন, শিক্ষক সরকার নিহার রঞ্জন, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, মাগুরা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত