
তালা প্রতিনিধি : তালা সদরের জনগুরুত্বপূর্ণ খাজরা-মোবারকপুর-রহিমাবাদ গ্রামের সড়কটি চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে শত শত মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। তালা ব্রিজ মোড় হতে সাধুপাড়ার মধ্য দিয়ে মোবারকপুর হয়ে সোনা বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়টির পূর্ব পাশের ইটের রাস্তাটি ভেঙ্গে পুকুরের গর্ভে চলে গেছে। ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে সামান্য বরাদ্দে পুকুরের মধ্যে আংশিক ইটের গাঁথুনি দিয়ে নামমাত্র পাইলিং করা হয়েছে। জরুরী ভিত্তিতে সড়কটি গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণ প্রকল্পের আওতায় এনে কার্পেটিং করার জন্য দাবি জানান ভুক্তভোগি এলাকাবাসী।
ভোগান্তির শিকার মোঃ কুদ্দুস মোড়ল, মোঃ বাহারুল ইসলাম মোড়ল, মোঃ আব্দুস সাত্তার মোড়ল, মোঃ নজরুল ইসলাম সরদার, রমজান আলী, মোঃ ফারুক সরদারসহ কয়েকজন এলাকাবাসী জানান, তালা ব্রীজ মোড়ের দূর্গামন্দির মোড় হতে সোনা বিশ^াসের বাড়ী সংলগ্ন পিচের মোড় পর্যন্ত গ্রামীণ রাস্তাটি ইটের সলিং দ্বারা নির্মাণ করা হয়। জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে অনেকাংশে ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। কিছু কিছু অংশ খাদের সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাটি। মোটরসাইকেল, বাইসাইকেল, ইঞ্জিন ভ্যান, পায়ে চলা ভ্যান, প্রাইভেটকার কোন কিছুই উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গেলে চরম জনভোগান্তির শিকার হবে রহিমাবাদ, খাজরা, মোবারকপুর গ্রামের শত শত মানুষ। রাস্তাটির বেহাল দশা মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান, ২০২৫-২৬ অর্থ বছর মাত্র শুরু হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অতিদ্রুত পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন তিনি।