তালা প্রতিনিধি : তালা উপজেলাধীন খেশরা ইউনিয়নের শাহপুর বাজার থেকে অনলাইন নিউজ পোর্টাল ‘সমাজ চেতনা’ এর নির্বাহী সম্পাদক সাইফুল কবির রায়হান ওরফে এসকে রায়হান(৪৬) কে আটক করেছে সাদা পোশাকধারী লোকজন। আটক রায়হান তালা উপজেলার শাহপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক মৃত আব্দুল আহাদ গোলদারের পুত্র এবং তালা প্রেসক্লাবের সদস্য। প্রত্যক্ষদর্শী আবুবকর সিদ্দিক জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে একটি মাইক্রোবাসে ৮/১০ লোক হঠাৎ বাজারের আলি হোসেনের চায়ের দোকানে এসে ডিবি পরিচয় দিয়ে এসকে রায়হানের পরিচয় জানতে চান। রায়হান পরিচয় দিলে তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় তারা। কারা কেন এসকে রায়হানকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ডিবি হেফাজত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।