
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দোকান ঘর দখলকে কেন্দ্র করে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার হাজরাকাটি গ্রামের রফিউদ্দিন খান ছেলে শাহাদাত হোসেন।
বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, হাজরাকাটি গ্রামের কেয়ামত আলী শেখের স্ত্রী রাশিদা খাতুন গত ৩০ ডিসেম্বর সাত®ক্ষীরা প্রেসক্লাবে একটি
বানোয়াট সংবাদ সম্মেলন করে। পরদিন যুগের বার্তা সহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। তিনি বলেন,
হাজরাকাটি বাজারে বিগত ২৫/২৬ বছর যাবত এওয়াজ রেজেষ্ট্রি মূলে একটি আধা পাকা দোকান ঘর নির্মাণ করে খৈল,ভূষি,কুড়া সহ গো খাদ্যের ব্যবসা পরিচালনা করে আসছি।
শাহাদাত হোসেন খান জানান, ১৯৯৮ সালে হাজরাকাটি মৌজায় সাবেক ৬৮ দাগের০: ৭৫ শতাংশ জমি কেরামত শেখ এওয়াজ রেজেষ্ট্রি মূলে রফিউদ্দিন খানের নিকট দখল হস্তান্তর করে। সেই থেকে উক্ত জমিতে আধা পাকা দোকান ঘর নির্মাণ করে শান্তি পুর্ণ ভোগ দখলসহ ব্যবসা পরিচালনাকরে আসছি। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকারের পরিবর্তে পর ৬ আগষ্ট গভীর রাতে উক্ত দোকান টি কে বা কারা ভাংচুর ও লুটপাট চালায় ।
সেই সুযোগে কেরামত আলী ও তার স্ত্রী জোর পুর্বক দখলের পাঁয়তারা করে আসছে।
সম্প্রতি দোকান ঘর টি সংস্কার করতে গেলে কেরামত শেখ বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় উক্ত সংস্কারে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পত্রিকায় বানোয়াট সংবাদ পরিবেশন করে আমার ও পরিবারের মান সম্মান হানি করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত