তালা প্রতিনিধি : তালা উপজেলার ১২টি ইউনিয়ন জামায়াতের নির্বাচিত আমিরদের শপথ গ্রহণ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার তালার আলিয়া মাদ্রাসায় ৬টি ইউনিয়ন ও পাটকেলঘাটা আল আমিন আলিয়া মাদ্রাসায় ৬টি ইউনিয়ন আমিরের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান তালা উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওঃ মফিদুল্লাহ। নির্বাচিতরা হলেন, সরুলিয়া ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, খলিষখালিতে মাস্টার শহিদুল্লাহ, নগরঘাটায় মাওলানা মেহেদী হাসান, ধানদিয়ায় মাওলানা আব্দুর রশিদ, কুমিরায় মো. আব্দুল কুদ্দুস(বকুল), ইসলামকাটিতে মাওলানা বাহাউদ্দীন, খেশরায় মাওলানা আব্দুল গফুর, খলিলনগর মাও. আকবর হোসেন, জালালপুর আবুল কাশেম, মাগুরায় মাও. মিজানুর রহমান, তালা সদর ইউনিয়নে মুজিবর রহমাম, তেতুলিয়ায় মাও. আব্দুল হালিম। শফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা,ডাক্তার মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী। তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারি সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন, মাওলানা আমিনুল ইসলাম প্রমূখ। এদিকে তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলন শেষে মাস্টার আমিনুর রহমানকে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑঅর্থ সম্পাদক হাফেজ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক মনসুর আলী, প্রচার ও প্রযুক্তি সম্পাদক হাসানুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাসুদুল কবির, সহ পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইবাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মুসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মতিউর রহমান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক শহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেনÑমোহাম্মদ মনিরুল ইসলাম, মো. মহসিন সরদার, মো. ইসরাফিল, মোহাম্মদ মেহেরুল ইসলাম, মো. জাকির হোসেন। সম্মেলনে নির্বাচিত সভাপতি মাস্টার আমিনুর রহমানকে শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, অধ্যাপক গাজী সুজায়েত আলী। পরে অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মাস্টার আমিনুর রহমান। অন্যদিকে খলিষখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দলুয়া গাছা বাজারে শুক্রবার বিকাল সাড়ে চারটায় এ পথসভা ইউনিয়ন আমির মাস্টার শহীদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আহসান হাবিবের পরিচালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার কিরণ, সাবেক মেম্বর পঙ্কজ কুমার সরকার। সভা পরিচালনা করেন মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী।