প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২২, ৮:৩৮ পি.এম
তালায় ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩
![]()
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ২টি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার কৃষ্ণকাটি বিল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দ্বীন মোহাম্মাদ মীরের ছেলে আলমগীর হোসেন মীর (২৮), পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে সুমন শেখ ( ২৭) এবং রাড়ুলী গ্রামের আকবার শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫)। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া