গাজী জাহিদুর রহমান, তালা
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। সারাদিন খটখট শব্দ, হাতুড়ি দিয়ে পেরেক ঠোকানো, দড়ি দিয়ে বেঁধে গোন টানা, আলকাদরা টানা, করাত দিয়ে কাঠ কাটা, বিক্রির জন্য নছিমন-করিমনে নৌকা টেনে তুলতে ব্যস্ত এমনই চিত্র দেখা গেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কোলঘেঁষে পাটকেলঘাটা বলফিল্ড মোড় হতে পেট্রোলপাম্প পর্যন্ত নৌকা পল্লীতে।
পাটকেলঘাটা সুমি ফার্নিচারের মালিক মো: নূর ইসলাম বলেন, আমার কারখানায় ৪-৫ জন শ্রমিক রাতদিন পরিশ্রম করে দিনে ১টি করে নৌকা তৈরি করে। একটি নৌকা বিক্রি করলে সকল খরচা বাদে তার ৫ থেকে ৬শ’ টাকা আয় হয়। কর্মচারীদের মুজুরি, তিন বেলা খাওয়া ও থাকা আমাকে ম্যানেজ করতে হয়। কর্মচারীদের অধিকাংশের বাড়ি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকায় বলে জানান তিনি।
নৌকা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, এ বছর বর্ষা কম হওয়ায় নৌকা ব্যবসায় কিছুটা বিপাকে পড়েছি। বেচাকেনা কম হওয়ায় কর্মচারীদের বেতন দিতে আমরা হিমশিম পোহাতে হচ্ছে। কিছুদিন তেমন বেচাকেনা না হলেও বর্তমান নৌকার চাহিদা হঠাৎ বেড়ে গেছে। নৌকা তৈরি করে ডেলিভারী দিতে হিমশিম পোহাতে হচ্ছে। চারিদিকে ঘেরভেড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং হঠাৎ বৃষ্টিসহ জলাবদ্ধতার কারণে এ চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ নৌকাগুলো তালার পাটকেলঘাটা থেকে শুরু করে খুলনা, বাগেরহাট, রুপসা, পাইকগাছা, কয়রা, আমাদী, শ্যামনগর, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, শরিয়তপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে এ নৌকা চলে যায়।
এদিকে নৌকা কিনতে আসা বিশ^জিৎ, রফিকুল, আরমানসহ কয়েকজন জানান, তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে তারা নৌকা কিনতে এসেছেন। এখানকার নৌকা বেশ মজবুত এবং দামও অন্য বাজারের তুলনায় কিছুটা কম। এজন্য তারা বিভিন্ন এলাকা থেকে নৌকা কিনতে এসেছেন।
তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী বলেন, অত্র উপজেলা হতে জেলেরা অনেক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন স্থানে মাছ ধরতে যায়। এরমধ্যে ৬৮টি ইঞ্জিনচালিত নৌকার তথ্য তাদের দপ্তরে রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত