
তালা প্রতিনিধি : সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত্য সাহাকে সভাপতি এবং প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনিত করে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যলয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত পত্র সূত্রে এই তথ্য জানা গেছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে উন্নয়ন কর্মী গুলশান আরা এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হানকে মনোনিত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে যথাক্রমে ব্যবসায়ী নয়ন কুমার ভদ্র, শিক্ষক রহিমা খাতুন, উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবক এস.এম. নাহিদ হাসান, শিক্ষক নাজনীন আক্তার কেয়া এবং পরিবেশ কর্মী রাশেদ বিশ্বাসকে মনোনিত হয়েছেন।
৩ বছর মেয়াদী এই কমিটি তালা উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুনীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে সূত্রে জানানো হয়।
এদিকে, নব-গঠিত তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কমিটির সভাপতি অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান’র পরিচালনায় সভায় সহ-সভাপতি বি.এম. জুলফিকার রায়হান, সদস্য নাহিদ হাসান ও রাশেদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস পালন সহ কমিটির করনীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যথাযথভাবে দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের উপর আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত