
তালা প্রতিনিধি : তালা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় ডেঙ্গু প্রাদূর্ভাব বেড়ে যাওযায়, সভায় শুরুতে এর প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠানের কার্যবিবরনী শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, ডাঃ রাজীব সরদার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু প্রমুখ। এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে কার্যক্রম ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।