
তালা প্রতিনিধি : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার ওসি শেখ শাহীনুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

