পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বন্যার পানি তালা উপজেলার নির্বাহি কর্মকর্তার হস্থক্ষেপে বন্যার পানি দ্রুত নিষ্কাষণের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নাহার এলপিজি গ্যাসের সামনে থেকে লক্ষণপুর, মদনপুর এলাকার উভয় পাশের খাল দিয়ে নির্বাহি কর্মকর্তা শেখ মোহাম্মাদ রাসেল এই বন্যার পানি নিষ্কাষণের বব্যবস্থা করেন। এ কাজে সহযোগীতা করেন, স্থানীয় ডা. নুরুল ইসলাম শেখ, আশরাফুল মোড়ল, মার্ক সরকার, রাজ কুমার দাস, বিষ্ণু দাস, সোহাগ মল্লিক, গোবিন্দ সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক মো: নাজমুল হক, কোষাধ্যক্ষ আতাউর রহমান, সাহিত্য সংষ্কৃতি ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, ক্লাবের সদস্য মাখফুর রহমান জান্টু সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এ পানি নিষ্কাষণের মাধ্যমে মদনপুর, লক্ষণ পুর, সুভাষিনী, নওয়াপাড়া, শিরাশুনি, লাউতাড়া, কলিয়া, হাতবাস অঞ্চলের লক্ষণপুর বিল, বাগের বিল, লাউখালি খাল, খরাইল বিল, কচুর বিল, সাতডোর বিলের পানি নিষ্কাষণের মাধ্যমে প্রায় ২ হাজার পরিবার জলাবদ্ধ থেকে মুক্তি পেতে চলেছে। এর কয়েকদিন আগে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন এই বন্যার পানি নিষ্কাষণের জন্য রাস্তার দুই ধারের খালের কালবার্টের তলা পরিষ্কার, নেট-পাটা অপসারণ সহ পানির স্রোতের বাধা প্রদানকারী বর্জ্য পদার্থ অপসারণ করেন। নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসারদের কর্মকান্ডে উক্ত অঞ্চলের জনগণ খুশিতে তাদের দীর্ঘায়ু কামনা করেন।